প্রতিষ্ঠানের ইতিহাস

২০০৭ সালে ঢাকার প্রাণকেন্দ্রের শ্যামলীতে ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস এর অগ্রযাত্রা । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কতৃক অনুমোদন লাভ করে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে ২০০৭-২০০৮ শিক্ষাবষ হতে মাত্র ১৫ জন ছাত্র/ছাত্রী নিয়ে প্রতিষ্ঠানটির আত্নপ্রকাশ। এই স্বপ্নযাত্রার দূগম পথ পাড়ি দেওয়ার সহযোগী হিসাবে পান একদল মেধাবী, দক্ষ ও অসম্ভব পরিশ্রমী কমকতা কমচারী এবং শিক্ষক মন্ডলী। কলেজটিতে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রতিভা বিকাশ ও নৈতিক শিক্ষা লাভের সব ধরনের ব্যবস্থা থাকবে এ ধরনের প্রত্যয় নিয়েই কলেজটির যাত্রা শুর হয়েছে। সব সময় রাজনীতি, ধুমপান ও সন্ত্রাস মুক্ত পরিবেশ বিরাজমান। এ দীঘ যাত্রা পথে সংযোজিত হয়েছে আরো ৮টি প্রতিষ্ঠন। সবোপরি ট্রমা মেডিকেল আজ এক বিশাল পরিবার । ট্রমা সেন্টার মেডিকেল ইনিষ্টিটিউট এর আওতায় রয়েছে-

১. ট্রমা ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি .

২. ট্রমা মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল.

৩. শ্যামলী মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল.

৪.শ্যামলী নার্সিং ইনস্টিটিউটস.

৫. টাংগাইল মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল.

৬. ট্রমা উইমেন্স মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল.

৭.ট্রমা নার্সিং ইনস্টিটিউটস. 

দেশে বর্তমানে দক্ষ ও আদর্শবান মেডিকেল এ্যাসিসটেন্ট ও টেকনোলজিষ্ট এর প্রয়োজন প্রকট । সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে উল্লেখিত দক্ষ জনবল তৈরীর দৃঢ় প্রত্যয়ে প্রতি বছর আমাদের পাচটি শাখা থেকে বের হচ্ছে দক্ষ মেডিকেল  এ্যাসিসটেন্ট ও টেকনোলজিষ্ট।

অধ্যক্ষ

Principal's Message ডাঃ নাহিদা শারমিন

অধ্যক্ষ
এমবিবিএস

 

মেডিকেল এ্যাসিসটেন্ট এবং মেডিকেল টেকনোলজিস্টগণ বাংলাদেশে স্বাস্থ্য সেবা কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় দুটি অংশ শিক্ষা এবং জনবল। আমাদের দেশে সকল পর্যায়ে তাদের উপস্থিতি ও সেবা অপরিহার্য ও মূল্যবান। সাধারণ জনগোষ্ঠির চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে মেডিকেল এ্যাসিসটেন্ট এবং সকল প্রযুক্তিগত রোগ নির্ণয় ও সেবা প্রদান কৌশলে টেকনোলজিস্টদের ভূমিকা সর্বজন বিদিত। তাই এই দুটো ক্ষেত্রে প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তির চাহিদাও অত্যন্ত বেশি। কিন্তু সে তুলনায় এদের সংখ্যা খুবই অপ্রতুল। সেই উদ্দ্যেশে এই প্রয়োজনীয় স্বাস্থ্য জনবল তৈরির ব্রত নিয়ে পরিচালিত হচ্ছে ট্রমা ইনষ্টিটিউটস অব মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল, টাংগাইল মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল, ট্রমা ইনষ্টিটিউটস অব মেডিকেল টেকনোলজী, শ্যামলী মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল । প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য যোগ্য এবং মানবতাবাদী একদল স্বাস্থ্য কর্মী বাহিনী গড়ে তোলা যারা মানুষের এবং দেশের জন্যে কাজ করবে এবং সেই সাথে নিজেরা সাবলম্বী হবে।

নাসিং ৬০টি